আসন্ন দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড জনগণের মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নাজমুল সরকার। তিনি ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা ও সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি ৪ নাম্বার ওয়ার্ড-কে একটি আধুনিক যুগোপযোগী ওয়ার্ড হিসেবে রুপ দিবো এবং এলাকা থেকে মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখবো। বাল্যবিবাহ রোধ এবং সামাজিক অবক্ষয় রোধ রেখে দেবো। নাজমুল সরকার বলেন, জনগণের কল্যাণ করাই আমার লক্ষ্য। আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন জনগণের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ।