শাহাবুদ্দিন আহমেদ,দাউদকান্দিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে (দাউদকান্দি-তিতাস) কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি আমির হোসেন।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসানের নিকট এ মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমাদান শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক স্বাক্ষাতকারে দাউদকান্দি-তিতাসবাসির দোয়া প্রার্থনা কামনা করেছেন।
এসময় সঙ্গে ছিলেন— জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, খোকন মিয়া ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাদেকসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) সংসদীয় আসন থেকে মহাজোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন।