কুমিল্লা জেলার তিতাস উপজেলার সুনামধন্য ঐতিহ্যবাহী মজিদপুর উচ্চবিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক,দানবীর মোঃ আঃ হালিম মিন্টু মজিদপুর উচ্চবিদ্যালয়ে ৫ লক্ষ টাকা প্রদান করলেন,এ ছাড়া ও এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজে বিশেষ অবদান রেখে চলেছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে যখন খেটে খাওয়া সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরেন তখন হতদরিদ্র পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরন করেন আঃ হালিম এমন কি কোন অসহায় পরিবার তার বিয়ের উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারেন নাই ঠিক তখন তাদের পাশে দাড়িয়েছেন। আজ তিতাস উপজেলা মিলনায়তনে তিতাস উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা আক্তার ও তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলামের উপস্থিতিতে মজিদপুর উচ্চ বিদ্যালয়ে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন আঃ হালিম মিন্টু। এসময় মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।