ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৬নং পদ্মামনসা ইউপি সদস্য হেমায়েতুল ইসলাম পিকুর সহযোগি ঐ এলাকার ঢালী বাড়ির জাহাঙ্গীর ও রত্তন সরকারি চাল সহ আটক করেছে স্থানীয় জনগন।
আজ ২৭ এপ্রিল দুপুর ১২ বাজে ইউপি সদস্য পিকুর ছেলে রোহানের নেতৃত্ব সরকারি এানের চাল আটক করা হয়।আজ কাচিয়া ইউনিয়নের পরিষদ থেকে মেম্বারের ছেলে রোহান বিভিন্ন লোকের নাম দেখিয়ে চাল এনে নিজ বাড়িতে প্রবেশ করানোর আগে তিন বস্তা এানের চাল সহ এলাকার লোকজন আটক করে।
মেম্বার পিকু ও তার ছেলে রোহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যে,সরকারি বিল টাকা মাধ্যমে বিক্রি হয়।কোনো সরকারি ভিজিএফ ও রেশন,বয়স্কভাতা ও পঙ্গু ভাতা টাকা ছাড়া গরিবের কপালে জুটে না।আরে জানা জায়,পিকু মেম্বার হলো ঐ এলাকার পুরানো মামলাবাজ, অনেক মানুষ কে মামলা দিয়ে ভিটে ছাড়া করেছে।
পরে এলাকার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানো হলে তার নেতৃত্বে আটক কৃতদের বোরহানউদ্দিন থানায় আনা হয়।