নিজের অর্থায়নে প্রথম ধাপে সাতহাজার এবং দ্বিতীয় ধাপে দশহাজার পরিবারের মাঝখানে ত্রান বিতরন কার্যক্রম শেষ করলেন ভোলা-২আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। গতকাল ১১ই মে তিনি দ্বিতীয় ধাপে ত্রান বিতরন কার্যক্রম শেষ করলেন। আগামী সাপ্তাহে তৃতীয় ধাপে দশহাজার পরিবারের মাজে খাদ্য সহয়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি, আজ নিজ বাসা বোরহানউদ্দিনে সাংবাদিকদের সাথে আলাপ কালে তৃতীয় ধাপে দশহাজার পরিবারের মাজে ত্রান দেওয়ার প্রস্তুতির কথা জানান তিনি।এ প্রসঙ্গে তিনি বলেন করোনাভাইরাসের কারনে সৃষ্ট দুর্যোগে আমি আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষের খাদ্য সহয়তা নিশ্চিত করতে আমার সামর্থ অনুযায়ী কাজ করে যাচ্ছি।
আমি আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষকে আমার বাবা মা’য়ের মত ভালোবাসি এবং তাদেরকে বাবা মায়ের মত সেবা দেওয়ার চেষ্টা করি। আমি প্রথম থেকেই আমার নির্বাচনী এলাকার দুইটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে হট লাইন নাম্ভার চালু করেছি, এবং আমি নিজেও আমার বাক্তিগত উদ্যোগে হটলাইন নাম্ভার চালু করে তা ২৪ঘন্টা খোলা রাখি। আমি আশা করি আমার নির্বাচনী এলাকায় খাদ্যে অভাবে কেউ কষ্ট পাবে না,এর পরেও অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ বাদ পরে থাকলে আমার হটলাইন নাম্ভারে ফোন দেওয়ার জন্য অনুরোধ করছি।