ভোলার দৌলৎখান চরখলিফা ইউনিয়নে আরো এক জনের করোনা সনাক্ত।

ভোলা

দৌলতখানের চরখলিফা এলাকায় আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল রাতে আসা রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি জানা যায়।

এ নিয়ে জেলায় এখন করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১০। এরমধ্যে ৫ জন সুস্থ হয়েছেন।

ভোলার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম ভোলা প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে দৌলতখান উপজেলায় আরও দু’জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩ জন। এরমধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের রিপোর্ট এসেছে। মোট রিপোর্টের সংখ্যা ৬২০। এরমধ্যে ১০টির ফল পজিটিভ আর ৬১০টি নেগেটিভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.