ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় আজ রবিবার ২৬ এপ্রিল ( রবিবার ) ডাক্তার দেখাতে গিয়ে ৫০ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি চরফ্যাশন আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে।
চরফ্যাশন উপজেলার সাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান ঐ নারী সর্দি, জ্বর, শ্বাস কষ্ট নিয়ে আজ রবিবার চরফ্যাশন শহরের ডাঃ হাছান মাহমুদের কাছে যান। ওই ডাঃ তাকে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা দিলে তা করিয়ে ফেরার পথে তিনি মারা যানা। তার নমুনা সংগ্রহ পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। তিনি আরো জানান মৃত ওই মহিলার স্বামী কিছু দিন আগে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। তারপর থেকে ঐ বাড়ি লক ডাউন করা হয়।
জেলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, করোনা সনাক্ত না হলেও ঐ নারীকে করোনা রোগীদের মতন দাফন করা হবে।