ভোটার ৪১৯, আড়াই ঘণ্টায় ৫ ভোট!

বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা মডের টাউন এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন চলছে। ওই এলাকায় এখন পর্যন্ত সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। সময় সংবাদের প্রতিনিধি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন।

তবে আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র এটি। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এ কেন্দ্রেই ভোট দেবেন। ভোট শুরুর প্রথম আড়াই ঘণ্টাই ভোট পড়েছে ৫টি। ওই বুথে ভোটার সংখ্যা ৪১৯।

আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সহাকারী প্রিজাইডিং অফিসার জানান,  আশা করছি বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এরমধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এ ছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.