শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটির ১ম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভৈরবের শ্রীনগর উচ্চ বিদ্যালয় মাঠে ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সহ-সভাপতি ডাঃ নজরুল ইসলাম ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও ভৈরব প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ মিজানুর রহমান (কবির)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।