শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।
গত মঙ্গলবার গভীররাতে ভৈরব পৌরশহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে ডাকাতির প্রস্তুতিকালে ভৈরবপুর উত্তর পাড়ার দুলাল মিয়ার ছেলে বিজয় (২২), পার্শবর্তী কুলিয়ারচর উপজেলার খিজিরপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে শফিকুল ইসলাম টাইগার (২২), বি-বাড়ীয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের ফয়জুল্লাহ মিয়ার ছেলে আশিক (১৯), ভৈরবপুর উত্তর পাড়ার আবু ছিদ্দিকের ছেলে জাকারিয়া (১৯), ভৈরবপুর উত্তর পাড়ার মৃত আসাদ মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে জয় (১৯) কে আটক করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে পুলিশ ধারালো ছুরি, চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করে।
জানা যায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এস আই মহসিন ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের ৫ সদস্য পুলিশের হাতে আটক হয়। বাকীরা পালিয়ে যায়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন সাংবাদিকদের বলেন, ডাকাত দলের বাকি সদস্যদের আটক করতে পুলিশ মাঠে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদে বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।