এ.এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মে) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদন বিহীন পণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এই আর্থিক জরিমানা করেন র্যাব হেডকোয়ার্টার্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
এ প্রসঙ্গে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যা¤েপর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার যোবায়ের আহমেদ রাফি বলেন, দীর্ঘদিন ধরে মাক্কুল ফুড, এলিন ফুড ও বিসমিল¬াহ ফুডস প্রোডাক্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করছে। এর মধ্যে এলিন ফুডের ধনিয়া এবং জিরার বিএসটিআই এর অনুমতি নেই। মাক্কুল ফুডকে ৫ লাখ টাকা, এলিন ফুডকে ৪ লাখ টাকা, বিসমিল্লাহ ফুডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের কমলপুরে ইউনাইটেড নামে একটি প্রাইভেট ক্লিনিককের অপারেশন থিয়েটার অপরিছন্ন থাকার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।সিূত্র:- সময়ের কণ্ঠস্বর