মুহাম্মদ মিজানুর রহমান কবির, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের নির্দেশে ভৈরব সার্কেল ও থানা পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ করছে ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ভৈরবে দূর্জয় মোড় থেকে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে জনসাধারণ ও বাস যাত্রীদের মাঝে এ লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন ।
লিফলেট বিতরণের সময় ভৈরব সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) রেজওয়ান দীপুর সাথে ছিলেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, হাইওয়ে থানার ওসি মামুন রহমান, (ট্রাফিক) ইন্সপেক্টর মাহামুদ হোসেন সহ পুলিশের কর্মকর্তা ও ফোর্স সাথে ছিলেন।
এ সময় তারা সবাইকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সহিত চলার জন্য বলেন।