মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ভায়রা ভাইয়ের ব্যাটারি চালিত অটোরিক্সা ভাড়ায় চালানোর কথা বলে পালিয়েছে অপর ভায়রা ভাই। গত ৫ই নভেম্বর মঙ্গলবার উপজেলার শিবানীপুর এলাকায় এঘটনা ঘটে।
অটোরিক্সার মালিক নবীপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সেলিম মিয়া অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়া চালক উপজেলার চৌধুরীকান্দি এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫)কে আসামী করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি গ্রামের অটোরিক্সা চালক সোহেল মিয়া পার্শ্ববতী নবীপুর গ্রামের সেলিম মিয়ার ৪মাস পূর্বে ক্রয়করা ব্যাটারি চালিত অটোরিক্সাটি (ইজিবাইক) দৈনিক ভাড়া হিসেবে কিছুদিন যাবত চালিয়ে আসছিলো।
গত মঙ্গলবার সকালে প্রতিদিনের মত দৈনিক ভাড়ায় চালানোর জন্য শিবানীপুর এলাকার গ্যারেজ থেকে চালক সোহেল মিয়া অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। চালক সোহেল মিয়ার মোবাইল ফোন নাম্বারে ০১৮৫২-০৮৮৯১৪, ০১৪০৭-৫০৮৫৩৬, অটোরিক্সার মালিক সেলিম মিয়ার যোগাযোগ করলে বিভিন্ন সময় বিভিন্ন ঠিকানায় আছে জানিয়ে তাকে হয়রানি করছে।
অটোরিক্সার মালিক সেলিম মিয়া জানান পলাতক চালক সোহেল মিয়া সম্পর্কে তার ভায়রা ভাই। যদি তাকে কোথাও দেখা যায় তাহলে এই ফোন নাম্বারে ০১৭৪২-৭২০৪৪০(সেলিম) যোগাযোগ করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।