বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ভালো নেই। হঠাৎ করেই গত এক সপ্তাহ ধরে ঠাণ্ডাজ্বর ও গলা ব্যথায় ভুগছেন তিনি। শুরুতে ভেবেছিলেন দু-একদিনের মধ্যে সের যাবে। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও অসুস্থতা কমেনি তার। বর্তমানে চিকিৎসকের পরামর্শে এক সপ্তাহের পূর্ণ বিশ্রামে আছেন এই অভিনেত্রী।
পূর্ণিমা বলেন, গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিংয়ের টানা শিডিউল দেওয়া ছিল। কিন্তু ঠাণ্ডাজ্বর ও গলা ব্যথার কারণে কথাই বলতে পারছি না। বাধ্য হয়ে আমি পরিচালকদের অনুরোধ করে সিনেমার শুটিংয়ের সময় পেছানোর অনুরোধ করেছি।
সম্প্রতি নোওয়াখালীতে ‘গাঙচিল’ সিনেমার শুটিং করে এসেছেন পূর্ণিমা। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া একই পরিচালকের ‘জ্যাম’ শিরোনামের আরও একটি সিনেমায় কাজ করছেন পূর্ণিমা। এতে তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ।