৩ কোটি ৪৫ লক্ষ ৯ হাজার টাকা ব্যয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রসায় ৩ তলা ভবন বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বােধন করেন, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। এসময় জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রসার সামনে নদীর সংযোগ খালের ওপর ১৮লক্ষ্য ৫০ হাজার টাকা ব্যায়ে ২০ ফুট দৈর্ঘ্যের সেতুটি ও শুভ উদ্বােধন করেন সেলিমা আহমাদ।
তিনি বলেন আমি আপনাদের সেবা করতে এসেছি, এই সরকার উন্নয়নের সরকার, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানুষের দোরগোড়ায় সেবা নিয়ে পৌঁছাতে হবে। এবং যারা ইয়াবা ব্যবসা মাদক ব্যবসা ও সমাজে দুষ্কৃতিকারী কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। কারণ তারা সমাজের ভালো চায়না মরণব্যাধি নেশা থেকে আপনাদের ছেলে মেয়েকে দূরে রাখবেন নিয়মিত স্কুলে পাঠাবেন লেখাপড়ায় মনোনিবেশ করাবেন। এ সময় জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে বরন করে নেন, এবং দড়িকান্দিতে পথ যাত্রায় জিয়ারকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সোহেল রানা ও শাহিন ভুইয়ার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন সেলিমা আহমাদ মেরি,
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাম্মদ রাশেদা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আহসানুল ইসলাম, সাধারণ সম্পাদক কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূঁইয়া, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ লতিফ,সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম সরকার,সেচ্ছাসেবকলীগের যুগ্মআহ্বায়ক ওমর ফারুক সরকার, যুবলীগ নেতা জামাল বেপারি, শ্রমিক লীগ নেতা মান্নান মুন্সী, সহ আওয়ামীলীগের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন