ভারতে বিদ্রোহীদের সন্ত্রাসী হামলায় এক আইনপ্রণেতাসহ ১১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের অরুনাচল প্রদেশে বিদ্রোহীরা এ হামলা চালায়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, অরুনাচল প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় রাজ্যটির একজন আইনপ্রণেতাসহ ১১ জন নিহত হয়েছেন।
রাজ্যের তিরাব জেলায় বিদ্রোহীরা স্পোর্টস ইউটিলিটি গাড়িতে এলোপাথাড়ি গুলি করলে আইনপ্রণেতা টিরং আবোহ নিহত হন। সময় টিভি