দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল
"গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গেছে
সব বাধা- ব্যবধান"
হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দাউদকান্দিে ২৩ আগষ্ট শুক্রবার বিকালে, আইন শৃঙ্খলাবাহীনির ব্যাপোক নিরাপত্তার মধ্য দিয়ে দাউদকান্দি উপজেলার নৈয়াইর শ্রী শ্রী রক্ষাকালী মন্দির থেকে শুরু করে বরকোটা মনসা বাড়ি হয়ে দাউদকান্দি কেন্দ্রীয় মন্দির গোপীনাথ জিউ আখড়ায় এসে উপস্থিত হয় জাগো হিন্দু পরিষদ, পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও শ্রী কৃষ্ণ সংঘ, জাগো হিন্দু পরিষদ এর উদ্যোগ দাউদকান্দি পৌর সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে।
জাগো হিন্দু পরিষদের এককভাবে শোভাযাত্রা নিয়ে গৌরীপুর জগন্নাথ ধাম মন্দির, হয়ে ইলিয়েটগঞ্জ শ্রী শ্রী শশ্মান কালী মন্দিরে আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।
দীর্ঘ ৬ ঘন্টার র্যালীতে জাগো হিন্দু পরিষদের ১৪ টি পিকাপে ৩৫০+ সারথি ও ২০ জন্য দেবী র্যালী তে যোগদান করেন।
র্যালীর উদ্বোধন করেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বাসুদেব ঘোষ,
বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ,রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আ স ম আব্দুন নূর, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার উপদেষ্টা, সাংবাদিক লিটন সরকার বাদল, গৌরীপুর শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দিরের সাধারণ সম্পাদক, বাবু নরেশ,
এসম উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদের সভাপতি সৃজন পোদ্দার, সাধারণ সম্পাদক নারায়ন বণিক, বিশ্বনাথ বণিক, শ্যামল রায়,রিপন দেবনাথসহ আরো অনেকে।