বন্দরের মিনারবাড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ধারালো বটির কোপে ছোট ভাই খুন হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঘটনার পর ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাশের বাড়ির আম গাছ থেকে আম চুরি করার পর বাড়িতে বিচার দিলে বড় ভাই ইব্রাহীম তার ভাতিজা মনসুরকে মারধর করছিলেন। এতে ছুটে আসেন ছোট ভাই আমজাদ। পরে আমজাদ এসে প্রতিবাদ করলে এতে দুজনের মধ্যে ঝগড়া বেধে যায়। ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই ঘর থেকে বটি এনে ছোট ভাইকে কোপ দিলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ইব্রাহীমকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।