মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুকের প্রতিষ্ঠিত সেবামূলক সংগঠন আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের অর্থায়নে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শতাধিক গরিব, অসহায়দের কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এম. মুনতজিম আলী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এম. আসুক উদ্দিন। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ফয়জুর রহমান ফৈয়াজ।
গ্রীণ ক্রিসেণ্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক এ.বি.এম বুলবুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক লিয়াকত আলী, নিজাম উদ্দিন, সাইবুর রহমান বলাই প্রমুখ।