মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে আবারও বেড়েছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একদিনে মারা গেছেন ৮৬১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৯ জনে। আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ। সংক্রমণরোধে দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আরো ৩ সপ্তাহ।
করোনা ভাইরাসের দাপটে দিশেহারা পুরো ব্রিটেন। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মৃত্যূর মিছিল। অবস্থা নিয়ন্ত্রণে আনতে লকডাউন আরো তিন সপ্তাহের জন্য বাড়ালো ব্রিটিশ সরকার। সেই সাথে সতর্ক করিয়ে দিলো সামনে আরো ভয়াবহ দিন আসতে যাচ্ছে। তবে, করোনা মোকাবেলায় জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন বলে জানালেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব।
খুব শিগগিরই প্রতিদিন অন্তত ১ লাখ মানুষকে করোনা ভাইরাসের পরীক্ষা করানো হবে বলেও তিনি জানান।
ব্রিটিশ পররাষ্ট্র ডমিনিক রাব বলেন, মহামারীর কারণে মারাত্মক বিপর্যয়ের মধ্যে আছি। এ মুহূর্তে বিধিনিষেধ শিথিল করা হলে সব ত্যাগ অগ্রগতি ধুলিসাৎ হয়ে যাবে। লকডাউন শিথিলের কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। তবে অন্ধকারের পর নিশ্চয় আলো ফুটবে।
করোনা ভাইরাসের গতিবিধি নিয়ন্ত্রণে আগামী তিন সপ্তাহ ব্রিটেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানালেন নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ।
এদিকে, করোনভাইরাস প্রাদুর্ভাব চলাকালীন প্রায় ৭০০ বছরের ঐতিহ্য ভেঙে ব্রিটেনে 'ভার্চুয়াল পার্লামেন্ট' বসতে যাচ্ছে। যেখান অনলাইনে জুম সফটওয়ারের মাধ্যমেই চলবে প্রধানমন্ত্রী ও এমপিদের প্রশ্নোত্তর পর্ব।