কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ইউনিয়নের রমনা বেপারী পাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে শুক্রবারদুপুর দুইটার সময় ব্রহ্মপুত্র নদে তিন সহপাঠীদের সঙ্গে গোসল করতে যায আশিক। হঠাৎ সহপাঠীদের সঙ্গে নদীর মাঝে চলে গেলে তারা স্রোতে পড়ে যায়। আশিক সহ সহপাঠীরা কিনারে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিন্তু সহপাঠীরা কিনারে চাপলেও আশিক তিনি কিনারে চাপতে পারেন নি। তখন সে পানিতে তলিয়ে যায়। এ ঘটনা শুনি গ্রামবাসী খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে তারা অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান কিন্তু তাদের বিশেষ টিম ডুবুরি না থাকায় তারা অভিযান চালাতে ব্যর্থ হন।পরবর্তীতে চিলমারী ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থেকে বিশেষ টিম ডুবুরি এনে অভিযান পরিচালনা করে দীর্ঘ এক ঘন্টা অভিযান চালার পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। চিলমারী ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ তিনি শিশুর মৃত্যু খবরটি সত্যতা শিকার করেন। কিন্তু এলাকাবাসী চিলমারীতে ডুবুরি না থাকার হতাশা প্রকাশ করেন। সেইসাথে এলাকাবাসী দাবি করেন চিলমারীতে ও একজন ডুবুরি থাকা অত্যন্ত প্রয়োজন এতে করে চিলমারীবাসীর জন্য অনেক উপকার হবে। তখন আমাদেরকে আর কষ্ট করে জেলা শহর থেকে ডুবুরি এনে অভিযান পরিচালনা করা লাগবে না এতে করে সময়টাও অনেক বাঁচবে।