ময়মনসিংহে এক ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাংচুরের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা।
সোমবার (২০ মে) রাতে ভালুকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইফতারের আগে সীডস্টোর বাজারের একটি ফ্লেক্সিলোডের দোকানদারের সঙ্গে সাদা পোশাকের দুই শিল্প পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকান ভাংচুর ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠে। এসময় অন্য ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়।
এরই জেরে আশপাশের উত্তেজিত জনতা পুলিশকে ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পরে প্রশাসনের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখার পর তুলে নেয় স্থানীয়রা। এদিকে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন পুলিশ সুপার। সূত্রে:- সময়টিভি