বোরহানউদ্দিন থানার কর্মরত অফিসার ইনচার্জ ম,এনামুল হক এর নির্দেশে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের উপশহর কুঞ্জের হাট বাজার থেকে আট জন জুয়াড়িকে আটক করা হয়।
১। মোঃ আব্দুর রহিম (৩৫) পিতা- মোঃ আক্কিল দফাদার, সাং- চকেলা কাঠালতলী ১০নং ওয়ার্ড, ২। মোঃ শহিদুর রহমান (৩৭) পিতা- মোঃ আবুল কাশেম, ৩। মোঃ আজিজল শেখ (৪৫) পিতা- মোঃ শেখ, উভয় সাং- নোয়ালী কাঠালতলী, ১০নং ওয়ার্ড, উভয় থানা- মনিরামপুর, জেলা- যশোর, ৪। মোঃ রুমান মুন্সি (১৮) পিতা- মোঃ আলমগীর মুন্সি, ৫। মোঃ সাহাবুদ্দিন বেপারী (৩০) পিতা- মোঃ ইউনুচ বেপারী, ৬। মোঃ আবুল হাশেম (৬৫) পিতা- মৃত ইউসুফ আলী, সর্ব সাং- ফুল কাচিয়া ০৫নং ওয়ার্ড, ৭। মোঃ ইলিয়াছ হাওলাদার (২২) পিতা- মোঃ সেরাজুল হক হাওলাদার, ৮। মোঃ তছলিম চৌকিদার (৫১) পিতা- বশির চৌকিদার, উভয় সাং- চকডোষ ০৭নং ওয়ার্ড, সর্ব থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলাদেরকে ইং-
২০/০৬/২০২০ তারিখ তারিখ রাত্র অনুমান ০৯:০০ ঘটিকার সময় জুয়া (তাস) খেলা অবস্থান বোরহানউদ্দিন থানাধীন চকডোষ ০৭নং ওয়ার্ডস্থ কুঞ্জেরহাট বাজারের দানিজ মিয়ার কলনী ঘর হইতে বোরহানউদ্দিন থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মোহাইমিনুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আটক করিলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহাদেরকে ০১(এক) মাস করিয়া সাজা প্রদান করেন।