নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষিকা ও তার দুই বছরের শিশু সন্তান মারা গেছে। এ সময় ওই স্কুল শিক্ষিকার আরো দুই মেয়েসহ তিন জন আহত হয়েছে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার এবং তার দুই বছরের শিশু সন্তান নিভি রানি মজুমদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমুহনী চৌরাস্তা থেকে সিএনজিচালিত অটোরিকশাটি আপানিয়ার দিকে যাচ্ছিল। পথে ছালামের দোকানের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার শিশু কন্যা মারা যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্ধ করা হয়েছে।