রাতভর ভারী বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ভারতের মুম্বাইয়ের মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও কলেজ।
বুধবার (০৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সারা রাত বৃষ্টি হওয়ায় শহরের বেশ কিছু এলাকায় পানি জমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাস্তা তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
একইসঙ্গে সাগর তীরবর্তী এলাকার মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে। ভারি বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।