দাউদকান্দি পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য, উপজেলা বিআরডিবি'র সাবেক দুই বারের সফল সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী বীর মুক্তিযোদ্ধা
মোঃ আক্তার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কুমিল্লা -১ আসনের সাংসদ সদস্য মেজর জেনারেল অব. মোঃ সুবিদ আলী ভূইয়া,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিলমিয়া,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া।
রবিবার দুপুরে দাউদকান্দি পৌর সদরের যারিফ আলী শিশু পার্ক মাঠে জানাযা ও তিতাস উপজেলার কাশিপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেলিম শেখ ,দাউদকান্দি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশীদসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
জানাযা'র পূর্ব মুহূর্তে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ খোরশেদ আলম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া জাহাঙ্গীর আলম, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুমের ভায়রা'র ছেলে সুলতান মঈন আহমেদ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার হোসেন(৭৫) ২০ডিসেম্বর, রবিবার ভোর ৪টারদিকে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।