মহামারি করোনা ভাইরাসের কারণে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কার্যালয় ঘেরাও করে প্রায় ১শত আদিবাসী জনগোষ্ঠীরা। অসহায় কর্মহীন মানুষের খাদ্য সহায়তা দাবিতে তারা বীরগঞ্জ উপজেলা ক্যাম্পাস চত্বরে অবস্থান নেন। ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার সকাল ১০টায় বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার আদিবাসী নেতা জসেব হাসদার নেতৃত্বে প্রায় ১শত অসহায় আদিবাসী জনগোষ্ঠীদের নিয়ে মহাসড়কে বিক্ষোভ করে একপর্যায় উপজেলা চত্বর ক্যাম্পাসে ত্রাণের দাবিতে অবস্থান। তাদের অভিযোগ ওয়ার্ড কাউন্সিলার মোঃ তাইজউদ্দিন ও মহিলা কাউন্সিলার সাবিনা খাদ্য সরবরাহ করার আশ্বাস দেয়। আদিবাসী মহিলা, মৃত চরন মার্ডীর মেয়ে সুমি মার্ডী,চাকুর হৃদয় হাসদা,চাকুর হাসদা, গোলাপী মার্ডী, মেরী হাসদা, সুরুজ মনি জানান,এ পর্যন্ত এক দফায় ৩-৪ কেজি চাল, ১কেজি আলু ছাড়া কিছুই পায়নি। অনেকেই বলেছেন তারা কেউ কেউ কিছুই পায়নি। আমরা কি খেয়ে জীবন ধরন করবো কিভাবে এই প্রশ্ন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন এর কাছে আদিবাসীরা। আদিবাসী নারী, পুরুষ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত করতে বীরগঞ্জ থানার অফিসারর ইনচার্জ আব্দুল মতিন প্রধানের নির্দেশে এস,আই আলন চন্দ্র বর্মণের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে যান। আদিবাসীদের উপজেলা ক্যাম্পাসে অবস্থান করতে দেখা গেছে। ৯নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ তাইজদ্দিন মোঠোফোনে জানান, আমি সরকারি ত্রাণ সহযোগিতা পেয়েছি ১৬৫ জনের এবং ১০ টাকার চাউলের কার্ড পেয়েছি ৯০টি সেগুলো সবার মধ্যে বিতরণ করেছি। এর মধ্যে আদিবাসী পেয়েছেন ৫জন। মহিলা ওয়ার্ড কাউন্সিলার সাবিনা তিনি তাইজদ্দিন কে অভিযোগ করে বলেন, আমাকে ঠিকমত ত্রাণ দেওয়া হয়নি। এবং আদিবাসীরা খাদ্য সহযোগিতা থেকে বনচিত হয়েছে। অতঃপর উপজেলার সামনে পঞ্চগড় টু ঢাকা হাইওয়ে রোড বেরি গেট দিয়ে অবরোধ করেন।সেখানে গাড়ী যানজটের মাঝেও অনেক এ্যাম্বুলেন্স দেখা যায়। পরে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল আসে বলেন অবরোধ তুলে নিতে, এবং ২৩ এপ্রিল বৃহস্পতিবারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।