‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেত্রী মাহি গিল তিন বছরের এক মেয়ের জননী। এতদিন তার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সেভাবে সংবাদমাধ্যমে না এলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। মাহি এও জানিয়েছেন, মেয়ের মা হিসেবে খুব গর্বিত তিনি।
ওই সাক্ষাৎকারে মাহি জানান, তার বয়ফ্রেন্ড আছে এবং তিনি লিভ ইন সম্পর্কের মধ্যে রয়েছেন। আর তার সন্তানের নাম ভেরোনিকা।
তিনি জানান, ভেরোনিকাকে নিয়ে মুম্বাইতে থাকেন তিনি। অন্যদিকে প্রেমিক থাকেন গোয়াতে। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে গোয়ায় যান মাহি।
কবে বিয়ে করবেন এই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব না দিয়ে তিনি বলেন, বিয়ে না করেও পরিবার সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না।সূত্র: সময় টিভি