ভারতের উত্তর প্রদেশে বিষাক্ত মদ পান করায় ৫ জনের মৃত্যু হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট উদয় ভানু ত্রিপাঠি জানান, মঙ্গলবার মদ পানের পর অসুস্থ বোধ করলে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিনজনের।
এর আগে, সোমবারও ওই হাসপাতালে একই কারণে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর খবর জানায় কর্তৃপক্ষ।
একই দিন, আরও ১৯ জন একই ধরনের মদ পান করায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন বলেও জানানো হয়।
নকল মদ বিক্রির সঙ্গে জড়িতদের ধরতে ইতোমধ্যেই তৎপরতা শুরু হয়েছে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিষাক্ত মদ পান করে ভারতের আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়।সূত্র: সময় টিভি