Site icon দৈনিক আজকের মেঘনা

ভারতে সিলিন্ডার বিষ্ফোরণে ভবন ধ্বস, নিহত ১২

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ফলে একটি দোতলা ভবন ধ্বসে যায়। এতে ওই ভবনের ১২ জন বাসিন্দা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার প্রদেশটির মউ জেলার ওয়ালিদপুর গ্রামের মোহাম্মদবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকালে ভবনটি থেকে বিষ্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এসময় আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভবনটি ধ্বসে মাটির সাথে মিশে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করে। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী এসে উদ্ধার অভিযানে যোগ দেয়। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বেশকয়েকজন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

দমকল বাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে। ধংস স্তুপের নিচে আরও কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিষ্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায় নি। তবে গ্যাস লিক হয়ে এ ঘটনা ঘটছে বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে।

FacebookTwitterEmailShare
Exit mobile version