দীর্ঘ ১৭বছর পর অনুষ্ঠিতব্য বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন লাভের জন্য সাবেক ছাত্রদল নেতা এমাদ উদ্দিন খানকে বালাগঞ্জের যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান মির্জা, সাধারণ সম্পাদক খসরু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক আমরু মিয়া এক বিবৃতিতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এমাদ উদ্দিন খান বিএনপির দলীয় মনোনয়ন লাভে তার প্রতি অভিনন্দন জানিয়েছেন। বালাগঞ্জের যুবদল নেতৃবৃন্দ একই সাথে দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সিরাজ খানের পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমাদ উদ্দিন খানকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদানের জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে অভিনন্দন জানিয়েছেন। বালাগঞ্জের যুবদল নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। উল্লেখ্য : আগামী ২৯ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।