বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুজন। আবদুর রাজ্জাক ক্রিকেটার আইকন এবং সেলিব্রেটি আইকন হিসেবে উপস্থিত ছিলেন জয়া আহসান। তাতে ক্রিকেট ম্যাচে অংশ নেন তারা।
বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের প্রতিনিধি নিয়ে ১ মিনিটের স্ট্রিট ক্রিকেট চ্যালেঞ্জ গেমের আয়োজন করা হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন রাজ্জাক ও জয়া। ৪ বলে ২২ রান সংগ্রহ করেন ক্রিকেটার রাজ্জাক। তবে কোনো রান নিতে পারেননি অভিনেত্রী।
তবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে চুটিয়ে আড্ডা ও খোশগল্প করেছেন জয়া। প্রিয় তারকাদের সঙ্গে সেলফি ও ছবি তুলে দারুণ সময় কাটিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন আলোচিত অভিনেত্রী।
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার ব্রেট লি, শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই, বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতারের সঙ্গেও ছবি তোলেন জয়া। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গেছে।
তথ্যসূত্র: ফেসবুক
RP:-Mohammad Kayum