বিরলের ৪ নং শহরগ্রাম ইউপি'র ঐতিহ্যবাহী বৃহৎ নাড়াবাড়ী হাটে সঙ্গনিরোধে ইউনিয়ন চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগে সফলতা অর্জন হয়েছে। সবাই যখন হাটে বাজারে সমাগমে উদগ্রীব সেসময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মুরাদ গ্রাম পুলিশদের সাথে নিয়ে সার্বক্ষণিক বাজারে সমাগম বন্ধে তৎপর থেকে সফল হয়েছেন। মাইকিং, লিফলেট বিতরণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রমের পাশাপাশি তিনি সার্বক্ষণিক তৎপরে সচেতন।
গত ২৬ মার্চ থেকে সরকারি ছুটি ঘোষণার পর লোকজনদের ঘরে থাকার আহ্বান ও প্রয়োজন ব্যতিত ঘরের বাহিরে বের না হওয়ার পরামর্শ দিয়ে চলছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার তিনি ব্যাপক সমাগম রোধকল্পে গ্রামপুলিশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) সদস্যদের সহায়তায় সার্বক্ষনিক বাজারে বিচরণ করে অযথা ঘোরাঘুরি ও দোকানে আড্ডা বন্ধ করেন।
এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সচেতন থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।