গত ৫ ই মার্চ সকালে রাজার বাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ ঘোষণা করেন, দেশের ৬৬০ টি থানায় একযোগে বিকাল ৩ ঘটিকায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করবে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় মেঘনা থানা পুলিশও ,বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে আনন্দ উদযাপন।
মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এর পরিচালনায় ,উপজেলা বাস কাউন্টারের পাশে এই অনুষ্ঠানটি করা হয় ,অনুষ্ঠানটি উপলক্ষে মেঘনা থানা পুলিশ মোটর শোভাযাত্রা, স্বাধীনতা ও মুক্তির মঞ্চ উদ্বোধন ,আলোচনা সভা ,মিলাদ মাহফিল ,মিষ্টি বিতরণ ,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এর ডকুমেন্টারি প্রচার সহ-সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে, এসময় উপস্থিত ছিলেন: মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার,উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল বাকী শামীম,যুবলীগের সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টার,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ আমান, মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ ,মেঘনা থানার এসআই আব্দুর রহমানের ওর সঞ্চালনায়: এসময় উপস্থিত ছিলেন : সেলিম আহমেদ, হালিম মিয়া, সেলিম মিয়া ,ইমাম হোসেন, ইঞ্জিনিয়ার মহসিন মিয়া, ইঞ্জিনিয়ার স্বপন ,মাহফুজ মিয়া, আমজাদ হোসেন ,মোহাম্মদ বাতেন খন্দকার ,মেঘনা থানা পুলিশ প্রমুখ।
উল্লেখ্য ২০১৭ সালের ৩০ অক্টোবর এ ইউনেস্কো ৭ ই মার্চের ভাষণকে "ডকুমেন্টারি হেরিটেজ" বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ,,হিসেবে স্বীকৃতি দেয় , এই ভাষণটি সহ মোট ৭৭ টি গুরুত্বপূর্ণ নথিকে একই সঙ্গে স্বীকৃতি দেওয়া হয়, বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করে।