Site icon দৈনিক আজকের মেঘনা

সাপাহারে প্রায় দেড় হাজার বছরের পুরানো সূর্য মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করলেন ইউএনও

নওগাঁর সাপাহারে প্রায় দেড় হাজার বছরের পুরানো প্রত্নতত্ত্ব নিদর্শন সূর্য মূর্তির অংশ বিশেষ আঞ্চলিক প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েক বছর আগে মূর্তিটি শিরন্টী ইউনিয়ন পরিষদের পাশে হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ইউনিয়ন পরিষদ হেফাজতে রেখেছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি।
রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে বগুড়া আঞ্চলিক প্রত্নতত্ত্ব বিভাগ পরিচালক ড. মোসাম্মাৎ নাহিদ সুলতানার কাছে এ মূর্তি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
বগুড়া আঞ্চলিক প্রত্নতত্ত্ব বিভাগ পরিচালক ড. মোসাম্মাৎ নাহিদ সুলতানা সাংবাদিকদের জানান, এ মূর্তিটি সনাতন ধর্মালম্বীদের সূর্য দেবতা মূর্তির অংশ বিশেষ। মূর্তিটি প্রায় ৫০০ থেকে ৬০০ ইংরেজি সনের বলে ধারনা করা হচ্ছে।
এসময় শিরন্টী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা, জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ সহ প্রত্নতত্ত্ব বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
FacebookTwitterEmailShare
Exit mobile version