জাতীয় শোক দিবসে সাপাহার লোড পয়েন্ট অফিসের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল।

রাজশাহী বিভাগ নওগাঁ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে নওগাঁ জেলা ট্র্যাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: ২৬৫৮ সাপাহার লোড পয়েন্ট অফিসের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাপাহার লোড পয়েন্ট অফিসের সভা কক্ষে সাপাহার কওমী হাফেজিয়া মাদ্রাসার প্রায় অর্ধশত শিক্ষার্থী সহ কয়েক জন হাফেজ উপস্থিত থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাওমী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাঃ মাহমুদুল হাসান।
এসময় সংগঠনের সভাপতি মহরম হোসেন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, রিপোর্টার্স ফোরাম সভাপতি ও সংগঠনের সচিব সাংবাদিক হাফিজুল হক সহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী ও সংগঠনের অন্যান্য সদস্যরা দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.