Site icon দৈনিক আজকের মেঘনা

নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ উলিপুরে অনুষ্ঠিত।

কুড়িগ্রামের উলিপুরে “নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি”এ স্লোগানকে ধারণ করে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলম মন্ডল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এমবি ফয়জার রহমান, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোন্নাফ আলী, উলিপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর লতা বেগম, নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিসিয়েটিভ (নারী) এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নিশাত উলফাত রিশা প্রমূখ।

FacebookTwitterEmailShare
Exit mobile version