Site icon দৈনিক আজকের মেঘনা

ভোলার লালমোহন কালমায় চোড়াই গরু জবাই করে গস্ত ভাগাভাগি।

ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামিদ রাড়ি বাড়ির এক অসহায় পরিবার বিবি শাহিনুরের বেগমের ৬০ হাজার টাকা মুল্যের গরু গত ৪ই জুলাই রোজ  শনিবারে রাতের আঁধারে চুরি হয়ে যায়।

চুরি হওয়া গরুর সন্ধানে এলাকা বাসী খোঁজ করেন। এ বিষয়টি নিয়ে এলাকায় তোলপার শুরু হয়। এলাকার মানুষ জানাজানি হলে গোপনে সংবাদ পাওয়া যায়,রবিবার লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়নের চরলক্ষী কালাম বেপারীর বাগানে রাতের আধারে একটি গরু জবাই করা হয়েছে।
কামাল চৌধুরি বলেন,এলাকা বাসীর তোলপারে মুনাফের ছেলে আলামিন কে সন্দেহ করা হয়।এর সাথে আরো লোক রয়েছে। তারা এলাকাতে এ কাজই করে থাকে।
এবং ঘটনাস্থলে গিয়ে  জানা যায়, বিবি সাহেনুর নিজে বাদী হয়ে লালমোহন থানায় ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
মুনাফের ছেলে আলামিন(৩০) নজু মিধা( (৫০) পিতা মৃত করিম মৃধা। কালাম বেপারী(৪০)পিং মৃত হরমুজ আলী।আলাউদ্দিন(২৪)  পিতা মৃত মুনাফ। ও কয়সের সহ  আরো অনেকে।
কালাম বেপারী বলেন,চুরি হওয়া গরুটি রাতে অাধারে জবাই করা হয়েছে ঘটনাটি সত্য।আলামিন সহ অনেকে ছিল। কিন্তু আমি ছিলাম না।
মেম্বার শাহাবুদ্দিন বলেন, বিষয়টি আমরা শুনছি চুরি করে যে রাতের অাধারে গুরুটি জবাই করা হয়েছে। আমরা বাদী কে নিয়া বিষয়টা সমাধান করার চেষ্টা করব।
সাহেনুর বলেন, আমরা গরিব মানুষ আমার ৬০ হাজার টাকার গরু দিবো না হইলে টাকা দিবো। আমি সঠিক বিচার চাই।
FacebookTwitterEmailShare
Exit mobile version