Site icon দৈনিক আজকের মেঘনা

ভোলার বাংলাবাজারে ঝরের প্রভাবে ঈমাম রাজ্জাকের বসতঘর লন্ড ফন্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি।

দ্বীপ জেলা ভোলায় আজ ৬ই মে রোজ বুধবার সকালেই বন্যা ও বৃষ্টি হানা দেয়।এ হানা ভোলা বাসির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ভোলা বাংলাবাজার এলাকার ২নং বালিয়া দঃদিগলদীর মসজিদের ইমাম মৃত জয়নাল ব্যাপারির ছেলে জনাব মাঃ আঃ রাজ্জাক (৫০)এর বসত ঘর।

সাংবাদিকগন সরে জমিনে গেলে জানা জায়,মাঃ রাজ্জাকের বসত ঘর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ বন্যায় তিনি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।বৃষ্টির পানিতে তার ঘরের ভিতরে বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে।কবুতরের বাসায় ও বসত ঘরের উপরে বিশাল এক গাছ উল্গিয়ে পড়ে। একাধিক কবুতর ও মারা যান।

করোনা ভাইরাসের মহামারিতে এই বন্যায় বিশেষ করে ভোলা বাংলাবাজার এলাকায় মাঃ রাজ্জাকের ৪থেকে৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ক্ষয়ক্ষতি মাঃ রাজ্জাকের পক্ষে সামাল দেওয়া খুবই কষ্টকর।

তাই ভোলার জনদরদী মানব সেবক,জ্বনাব আলী আজম (মুকুল) এমপি মহোদয় ও সরকারি উপরোক্ত কর্মকর্তাদের এর সদয় দৃষ্টি কামনা করছি।

FacebookTwitterEmailShare
Exit mobile version