Site icon দৈনিক আজকের মেঘনা

এক লাখ দরিদ্র পরিবারকে রেশন দেবেন অমিতাভ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতে ঘোষণা করা হয়েছে লকডাউন। করোনাভাইরাস থেকে মৃত্যুঝুঁকি ছাড়াও খাদ্যের সংকুলান করা নিয়ে বেশ চিন্তিত হতদরিদ্র, স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। আর এবার তাদের পাশে এগিয়ে এলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িস কনফেডারেশনের মাধ্যমে এক লাখ দিনমজুর পরিবারকে মাসিক রেশন সহযোগিতার ঘোষণা দিয়েছেন বলিউডের বিগ বি অভিমাতাভ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িস কনফেডারেশনের মাধ্যমে মাসিক রেশন দিয়ে সাহায্য করবেন অমিতাভ। এই কাজের পৃষ্টপোষক হিসেবে থাকবে নি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্স। তবে কবে নাগাদ তারা এই রেশন পাবে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি ভারতীয় গণমাধ্যমটি।

সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার (এসপিএন) প্রধান নির্বাহী এন পি সিং জানান, ভারতের চলচ্চিত্র ও টিভি ইন্ডাস্ট্রিতে দৈনিক ভিত্তিকে কাজ করা কর্মীদের সহায়তায় বচ্চনের পাশে দাঁড়িয়েছে আমাদের প্রতিষ্ঠান।সূত্র: হিন্দুস্তান টাইমস

FacebookTwitterEmailShare
Exit mobile version