দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
এবার শীতকালীন সবজি মুলা চাষে ব্যাপক ফলন পেয়েছেন কৃষকরা। নির্ধারিত সময়ে অধিক ফলনের কারণে দামের দিক থেকেও লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষক। পাইকাররা ক্ষেত থেকেই রীতিমত মুলা কিনে নিয়ে যাচ্ছেন। উন্নত বীজ, পরিমিত সার ব্যবহার ও অনুকূল আবহাওয়া থাকায় গোমতীর চরে মুলার এ বাম্পার ফলন হয়েছে। এছাড়াও কপি, টমেটো, শালগমসহ অন্যান্য শীতকালীন সবজির ফলনও বাম্পার হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে অন্যান্য এসব সবজি বাজারে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষকরা।
কৃষক দেলু মিয়া দীর্ঘ ৩৫ বছর যাবত কুমিল্লার গোমতীর চরে সবজি চাষ করে আসছেন। বরাবরের মতো এবারও তিনি ২৮ গন্ডা জমিতে করেন মুলা ও ফুলকপির আবাদ। পেয়েছেন বাম্পার ফলন। ক্ষেত থেকেই পাইকাররা এসে মুলা নিয়ে যাচ্ছেন। পাচ্ছেন ভালো অর্থনৈতিক মুনাফাও। শুধু দেলু মিয়াই নন, শীতকালীন সবজির ফলনে অন্যান্য কৃষকদের মুখেও হাসি ফুটেছে। অনুকূল আবহাওয়া থাকায় এখানে মুলার বাম্পার ফলন হয়। মুলার আকার ও গঠন হয় উন্নত। তাই বাজারে দামও তুলনামূলক বেশি।