আসন্ন দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যেসব শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি স্বসশ্রদ্ধ সালাম নিবেদন করছি। তিনি বলেন, মহান বিজয়ের চেতনা আমাদেরকে আজো উজ্জীবিত করে,সেই চেতনা শক্তি প্রতিটি বাঙালি হৃদয়ে ধারন করে অনাগত দিনগুলোতে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধের বিজয়ের শক্তি থেকে সাহস সঞ্চারিত করে জঙ্গিবাদ ও অপশক্তি রুখে দেওয়ার মতো অভূতপূর্ব সোনালী সাফল্য গাথা জাতি। আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি।
সামনে আরো এগিয়ে যাওয়ার প্রয়াসে বিশ্বাসী। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
মেয়র প্রার্থী আবু মুছা বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তানদের মনে রাখতে হবে।তাদের ত্যাগের বিনময়ে আজ আমরা বিজয় অর্জন করে স্বাধীনতা লাভ করেছি।কোনো দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের ঋণ শোধ করতে পারবো না।
আবু মুছা বলেন,বাঙালি জাতি বীরের জাতি। এ জাতি হার না মানা জাতি আগামীর দিনে এ জাতির ভবিষৎ অত্যান্ত উজ্জ্বল। উন্নত জাতি হতে হলে আগে হৃদয়ে দেশ প্রেম থাকতে হবে। বিশ্বের উন্নত জাতিদের মাঝে দেশ প্রেম লক্ষণীয়। যে জাতির দেশ প্রেম যতো বেশি সে জাতি ততো বেশি উন্নত। তাই সকলে হৃদয়ে দেশ প্রেমের শিখা প্রোজ্জ্বলন করুন।