ডেস্ক রিপোর্টঃ আজ সারা দেশের ন্যায় মেঘনা উপজেলা মাঠ প্রাঙ্গণে পালিত হচ্ছে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস,
প্রত্যুষে একত্রিশ বারো তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়,
সকাল সাতটার দিকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করা হয়,
বাংলাদেশ পুলিশ, আনসার, ভিডিপি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিশু সংগঠন, ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে, সমাবেশ ও কুচকাওয়াজে, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও নির্বাহী অফিসার, মেঘনা কর্তৃক অভিবাদন গ্রহণ করেন,
এগারোটার দিকে শরীরচর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
সাড়ে এগারোটার দিকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
আলোচনায় প্রতিপাদ্য বিষয় ছিল জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার,
পরিশেষে পূর্বঘোষিত মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করে উপজেলা নির্বাচন অফিস, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়,
সবশেষ তিনটার দিকে কাবাডি খেলার আয়োজন করে সংশ্লিষ্ট কমিটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার,
সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহি অফিসার আফরোজা পারভীন,
আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কাশেম ইতালি, মহিলা লীগ সভাপতি হালিমা আক্তার, সহ আরো অনেকেই।