ভারতজুড়ে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে। বেশ কিছুদিন থেকেই উত্তাল ভারত। বলিউড তারকারা মুখ খুললেও বিক্ষোভ নিয়ে শ্রাবন্তী একদমই চুপ। তবে ঢাকার ‘বিক্ষোভ’ শিরোনামেরে সিনেমায় বিক্ষোভ দৃশ্যে অভিনয়ের জন্য এফডিসিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী।
শনিবার (১৮ জানুয়ারি) সকালের ফ্লাইটে ঢাকায় এসে সরাসরি বিএফডিসিতে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। গত বছর সিনেমাটির শুটিং শুরু হলেও বেশকিছু দৃশ্যের কাজ বাকি ছিল। তার অংশের কাজ করতেই তিনি ঢাকায় এসেছেন।এর আগে গত ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা শ্রাবন্তীর। তার সিডিউল অনুযায়ী সেট নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন পরিচালক। হঠাৎ শ্রাবন্তীর মামাশ্বশুর মারা যাওয়ায় ঢাকায় আসতে পারেননি তিনি।জানা গেছে, এবার টানা ১৫ দিন শুটিং করে সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করছেন— বলিউডের রাহুল দেব। সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন।