নিজেদের ৮ম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে আজ বুধবার (০৭ আগস্ট) বালাদেশ সময় বিকেল ৪টায়।
৭ ম্যাচে ৪ জয়ের বিপরীতে ১ হার আর ১ টাই তে, আগেই আসরের ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগার’রা। শাহদাত – তৌহিদ হৃদয়ের ব্যাটে বইছে রানের ফোয়ারা। আগের ম্যাচেই দারুণ এক শতকের দেখা পেয়েছেন তৌহিদ। অন্যদিকে বোলিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব-শরিফুল। তবে প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক টিম বাংলাদেশ।
কারণ এই আসরে ভারতের বিপক্ষে প্রথম সাক্ষাতে হারতে হয়েছিলো বাংলার যুবাদের। তবে সব শেষ লড়াইয়ে ২ উইকেটের জয়, মানসিক ভাবে এগিয়ে রাখছে আকবর আলীর দলকে। অন্যদিকে আগেই ফাইনাল নিশ্চিত হওয়া ভারতও চাইবে জয়ের ধারা ধরে রাখতে।