লিটন সরকার বাদল,একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বিএনপি-জামায়াতের হামলায় রক্তাক্ত কুমিল্লা-১ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর সোমবার বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বইটির মোড়ক উন্মোচন করেন।
মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, আমরা নির্বাচনের পরে অনেক কিছুই ভুলে যাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১ এ বিএনপি জামায়াতের হামলায় অনেক নেতাকর্মী আহত হয়, তাদের এই ত্যাগ স্মরণীয় করে রাখতে এবং যথাযথ মূল্যায়নের সাথে এই বইটি লেখা হয়েছে, এখানে আহতদের ছবি সহ বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.) আহত নেতাকর্মীদের মাঝে বইটি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,সে সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা বাসুদেব ঘোষসহ স্হায়ী সাংবাদিক বৃন্দ।