বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের পিতা আলহাজ্ব ছিদ্দিক মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ।

বাংলাদেশ

মুহাম্মদ শাহ্ আলম কুলিয়ারচর ( কিশোরগঞ্জ ) প্রতিনিধিঃ

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলমের পিতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, গরিব মেহনতি মানুষের বন্ধু হিসেবে পরিচিত আলম গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্পপতি অালহাজ্ব মোঃ ছিদ্দিক মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি/২০২০) বিকেল ৩ ঘটিকায় মরহুমের প্রতিষ্ঠিত জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর এ আলোচনা সভা অনুষ্টিত। বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার সভাপতি মোঃ শরীফুল অালমের সভাপতিত্বে অনুষ্টিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

কুলিয়ারচর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুল মিল্লাত, কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট জালাল মুহাম্মদ গাউছ, পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট জালাল উদ্দিন, নিকলি উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল মোমেন মিটু, সহ- সভাপতি এডভোকেট সাজ্জাদুল হক, এডভোকেট মনির, সাধারণ সম্পাদক আবু ছাইদ, ভৈরব উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বাজিতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনির, জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইযুম খাঁন, কুলিয়ারচর পৌর বিএনপি’র সভাপতি হাজি রফিকুল ইসলাম

মরহুম আলহাজ ছিদ্দিক মিয়ার ছোট ভাই ডাঃ মোঃ ছাদির মিয়া সহ সমাজের গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য মরহুম ছিদ্দিক মিয়া গত ২০১৮ সালের ২৫ জানুয়ারি বার্ধক্য জনিত রোগে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে ছলে যান।পরদিন কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্টিত নামাজে জানাজা শেষে তাকে তাঁর প্রতিষ্ঠিত প্রিয় মাদ্রাসা প্রাঙ্গণে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ৩ কন্যা আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।তাঁর কর্মময় জীবনে তিনি ব্যাবসার পাশাপাশি এলাকার শিক্ষার প্রসার ঘটাতে স্কুল প্রতিষ্ঠা, বিশেষ করে দীনি অর্থাৎ ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ ভৈরব- কুলিয়ারচরে অসংখ্য মসজিদ – মাদ্রাসার উন্নয়নে কাজ করে গেছেন। দায়িত্ব পালন করেছেন পূর্ব গাইলকাটা দারুল উলুম মাদ্রাসা, আব্দুল্লাহ পুর মাদ্রাসা ও বাজরা তারাকান্দি ইসলামিয়া মাহজানুল উলুম মাদ্রাসাসহ বহু মসজিদ – মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতির । তাছাড়া সামাজিক বিভিন্ন সমস্যা বিশেষ করে স্হানীয় ঝগড়া বিবাদ সমাধানে অনেক সময় তিনি অভিবাবকের দায়িত্ব পালন করেছেন। জীবদ্দশায় তিনি নিজ অর্থায়নে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড়ছয়সূতী গ্রামে জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় নামে একটি মাধ্যমিক বিদ্যালয়, নিজ গ্রাম বেতিয়ারকান্দিতে একটি প্রাথমিক বিদ্যালয় ও জামিয়া ছিদ্দিকিয়া বেতিয়ারকান্দি নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন।মরহুম এ গুণী ব্যক্তির দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর কর্মময় জীবনের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব মোঃ ছিদ্দিক মিয়া ধর্মীয় শিক্ষার প্রসারে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ অসংখ্য মসজিদ, মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যমে বিশেষ মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.