বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য গঠিত আহবায়ক কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৫ অক্টোবর) বিকাল ৩টায় বালাগঞ্জে কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান, ইমরান ভূঁইয়া, সদস্য মুহিবুর রহমান, তারেকুল ইসলাম প্রমুখ। সভায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী সন্ধান এবং বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের রুহের মাগফেরাত কামনা করা হয়।