বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ বালাগঞ্জ উপজেলা এলজিইডি কণ্টাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (০৭ মার্চ) রাত ৯টায় বালাগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা কন্টাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম.এ মতিন।
সাধারন সম্পাদক মো. জুনেদ মিয়ার পরিচালনায় আলোচনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, মাহমুদ হোসেন মাছুম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রেদওয়ান, মো. আব্দুল মান্নান, মোস্তাক আহমদ চৌধুরী, সদস্য শেখ আমিনুল ইসলাম টিপু, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ বদরুল, ডা. মনিষ চক্রবর্ত্তী ও খালেদ আহমদ প্রমুখ। সভায় এসোসিয়েশনের জন্য একটি ব্যাংক হিসাব চালু ও এসোসিয়েশনের কার্যক্রম গতিশীল করার ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।