মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মেধাবৃত্তি, উপাধ্যক্ষ সফিক উদ্দিন শিক্ষাবৃত্তি এবং শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি প্রদান উপলক্ষে গত শনিবার (১৪ মার্চ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সফিক উদ্দিন শিক্ষাবৃত্তির প্রবর্তক ও ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ সফিক উদ্দিন। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল আহমদ।
অনুষ্ঠানে এলাকার ৩গুণীজন বাংলাদেশ সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ সফিক উদ্দিন এবং দেওয়ান আব্দুর রহিম হাইস্কুলের প্রবীণ শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী শাহনূর চৌধুরীর উদ্যোগে বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ২০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি এবং সদন প্রদান করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিবের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষানুরাগী খালেদ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা আজমান আলী, মুহাম্মদ আলী গুলশের, তজমুল আলী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজ গভর্ণিং বডির সদস্য তজমুল আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান পংকি, সুমন চন্দ্র সরকার, মাহমুদুন্নেছা, মো. আব্দুল খালিক, শহিদুল ইসলাম, সুজন চন্দ্র বণিক, শুভ লস্কর, ছালেহ আহমদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ষষ্ঠ শ্রেণির সিদরাতুল মুনতাহা রুহামা, আবরার আহমদ স্পন্দন, সপ্তম শ্রেণির ইশফাক আহমদ ইবনুল, তামান্না বেগম, অষ্টম শ্রেণির তাবাসসুম আনঞ্জুম ইকরা, জলি বেগম, নবম শ্রেণির রেজিয়া পারভিন নাহিদা, সুবর্ণা বেগম, দশম শ্রেণির লিবু বেগম এবং অনিকা ইসলাম লুনা।
উপাধ্যক্ষ শফিক উদ্দিন শিক্ষা বৃত্তিপ্রাপ্তরা হলেন ষষ্ঠ শ্রেণির হেনা বেগম মাহিয়া, সপ্তম শ্রেণির শাহনাজ আহমদ, অষ্টম শ্রেণির ফাইলা আক্তার মুন্নি, নবম শ্রেণির আলিমা বেগম এবং খাদিজা বেগম।
শাহনূর চৌধুরী মেধা বৃত্তিপ্রাপ্তরা হলেন ষষ্ঠ শ্রেণির সানজিদা বেগম, সপ্তম শ্রেণির জেসমিন বেগম, অষ্টম শ্রেণির আখি বেগম, নবম শ্রেণির মাছুমা বেগম এবং দশম শ্রেণির সারমিন বেগম।